আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আপন মেয়ের জামাই’র হাতে রশিদা বেগম (৪৫) নামের নারী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (০৯ মার্চ) সকালে উপজেলার ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শাশুড়ী রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ মানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মানিকের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনারদিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সাথে ঝগড়া বাঁধে মেয়ের জামাই এর। এসময় মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে ভারি মারলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।
এবিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৈয়বুর রহমান জানান, “এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ”
আর এইচ/