চট্টগ্রামের ফটিকছড়িতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম প্রকাশ মিয়া সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র। তিনি নাজিরহাট বাজার একজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল মিয়া। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে আঘাত প্রাপ্ত হয়। পরে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎস তাকে মৃত্যু ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহাবুদ্দীন।