চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ উর্ধতন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তিন জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ২ সহকারী পুলিশ কমিশনার।
রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল ও পদায়ন করা হয়েছে।
আদেশ অনুসারে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমেদ পেয়ার কে কক্সবাজার সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুকুর চাকমা কে চাঁদপুর হাজীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ কে কুড়িগ্রাম সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী কে সহকারি পুলিশ সুপার হিসেবে রাজশাহী রেঞ্জে সংযুক্ত ও সহকারি পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার কে সহকারি পুলিশ সুপার হিসেবে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।