চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ৫০টি এসি বাস। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এবং সেবার মান উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
বিআরটিসি সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া থেকে কেনা ৩৪০টি একতলা এসি বাসের মধ্যে চট্টগ্রামে ৫০টি বাস যুক্ত হবে। এর মাধ্যমে মহানগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার যাত্রী পরিবহন সহজ ও আরামদায়ক হবে।
চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী জানান, বর্তমানে ডিপোর বহরে ৬৭টি বাস চালু রয়েছে। তবে সীমাহীন চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত বাস না থাকায় সব রুটে যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে না। নতুন বাস যুক্ত হলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রামের ৬৭টি বাস থেকে মাসিক ১ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব আয় হয়। এর মধ্যে মহানগরীতে চলাচল করছে ৩২টি বাস, যার মধ্যে ১২টি দ্বিতল বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮টি বাস নিয়মিত চলাচল করছে। এছাড়া, নগরীর বিভিন্ন স্কুলে ১২টি স্মার্ট স্কুল বাস চালু রয়েছে।
নগরের বাইরের রুটে ১০টি বাস পটিয়া রুটে, ৪টি আনোয়ারা রুটে এবং অন্যান্য রুটে ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি, ও সিলেটের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে চলাচল করছে।
বিআরটিসি ম্যানেজার আরও বলেন, “নতুন বাস চালু হলে চট্টগ্রামের রুটে সেবার মান আরও উন্নত হবে। নষ্ট বাসগুলো মেরামত করে দ্রুত সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, আগের মতো রাজস্ব আয় ১ কোটি ৭৪ লাখ টাকায় ফিরে আসবে।”
নতুন এসি বাসগুলো চালু হলে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক এবং সময়োপযোগী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।