Tuesday, 19 November 2024

পটিয়ায় আবারো ২১টি গরু ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, পটিয়া

পটিয়ার হাবিলাসদ্বীপ এর  পর এবার ১০ নং ধলঘাট ইউনিয়নের মরিয়ম এগ্রো ফার্মে  গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে দস্তিদার পাড়ায় অবস্থিত খাজা শাহের দান বাক্সের পাশে এই ডাকাতি হয়।

ফার্মের পরিচালক মোঃ তৌহিদুল আলম জানান, ডাকাতরা ফার্ম থেকে ২১টি গরু নিয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। তিনি জানান, ভোর ৬টায় তিনি ফার্মে এসে দেখেন, বাহিরের দরজা বন্ধ এবং ভেতরে তিনজন প্রহরী বাঁধা অবস্থায় রয়েছে। প্রহরীদের মুক্ত করলে তারা জানান, রাতের বেলায় ডাকাতি হয়েছে।

প্রহরীদের ভাষ্য মতে ফার্মের প্রহরী সালাউদ্দিন (নোয়াখালী, দক্ষিণ হাতিয়া) জানান, রাতের বেলা ১২ জন ডাকাত দল এসে তার হাত-পা বেঁধে মুখে লাল গামছা দিয়ে ঢেকে দেয়। ডাকাতদের হাতে অস্ত্র ও ছুরি ছিল। তারা হুমকি দেয় বেশি কথা বললে তাকে হত্যা করা হবে। ডাকাতদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে বলে তিনি জানান।

অপর প্রহরী এমরান উদ্দিন রহিম (হাবিলাসদ্বীপ, পাচুরিয়া, চরকানা) জানান, ডাকাতরা প্রথমেই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তার হাত বেঁধে গলায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। তিনি আরও বলেন, ডাকাতরা লুঙ্গি পরা অবস্থায় ছিল এবং তাদের কয়েকজন সুঁইটার পরিহিত ছিল।

এর এক সপ্তাহ আগে ১২ নভেম্বর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে আরেকটি খামারে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকে ১৯টি গরু লুট করা হয়। এই ঘটনায় খামারের লোকজনকেও বেঁধে রাখা হয়।

ঘটনায় পটিয়া থানার ওসি জাহেদ নূর বলেন, “খামারটি এত বড় হওয়া সত্ত্বেও কোনো সিসি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তদন্ত চলছে।”

তার আগে, বারইকাড়া এলাকার দুর্ধর্ষ ডাকাত সর্দার মুখতার শাহকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ডাকাতির সঙ্গে তার সংশ্লিষ্টতা তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ডাকাতির পর এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)। পুরুষের প্রতি...

অন্তর্বর্তী সরকার চাইনা আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল...

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার...

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা...

আরও পড়ুন

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)। পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এই দিনে পালন করা...

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে নগরের আমবাগান  এলাকায় অবস্থিত পার্কের নাম।যার পূর্ব নাম ছিলো ‘শেখ রাসেল’ পার্ক। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার  পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃ হলেন, মোহাম্মদ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাকিব (২২),মোঃ রমজান আলী...