Friday, 15 November 2024

বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করে বিপ্লবকে কলঙ্কিত করবেন না-পীর চরমোনাই

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

স্বাধীনতার ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছে তরা সকলেই ছিল খুনি, জালেম, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী। তাদের দ্বারা কখনো বাংলাদেশের শান্তি আসতে পারে না। সেজন্য বাংলাদেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষের কাঙ্খিত মুক্তি ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। স্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ গণ-আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। আমরা আশা করেছিলাম তারা দেশের মানুষের বোধ বিশ্বাসকে লালন করে দেশের বৃহত্তর গণমানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। কিন্তু তা না করে ফারুকীসহ বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে যুক্ত করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। দেশের ইসলাম প্রিয় জনতা কখনো তা মেনে নিতে পারে না।

বুধবার(১৩ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার ব্যবস্থাপনায় চকরিয়া থানা রাস্তার মাথা সংলগ্ন চত্ত্বরে জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি শামসুল হক কাসেমীর সভাপতিত্বে ও চকরিয়া থান উত্তর সেক্রেটারি, জনসভা বাস্তবায়ন কমিটির মিডিয়া সচিব মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আরও বলেন, আমেরিকাসহ বিশ্বশক্তি ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনের উপর যে ভয়াবহ হত্যাকাণ্ড চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই অনতিবিলম্বে ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, ১৬ বছর যাবদ যারা দেশের মানুষকে খুন-গুম, হত্যা, দুর্নীতিসহ নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল, হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার এখতিয়ার জামাতসহ কোনো রাজনৈতিক দলকে দেশের জনগণ দেয়নি। আবার স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি’র যে বক্তব্য তাও কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, কোনো দল ও মত দেশের মানুষের শান্তি দিতে পারেনি। সেই জন্য হাতপাখা প্রতিকের পক্ষে দেশের মানুষের বৃহত্তর জনমত গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করার জন্য আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজরা ক্ষমতায় এসেছে। তাই মানুষের কাঙ্খিত মুক্তি আসেনি। আগামী নির্বাচন প্রচলিত নির্বাচন পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, কক্সবাজার জেলার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব, সেক্রেটারী মাওলানা এ.আর.এম ফরিদুল আলম, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক রাশেদ আনোয়ার, এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রউফ লাভলু, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহসেন শরীফ, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন’সহ জেলাও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।আজ...

আরও পড়ুন

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলার পরিদর্শক পদমর্যাদার ১২ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর)...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৪...

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার(১৪ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার...

হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারও নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল...