Thursday, 14 November 2024

প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি পাঠালো কাউখালি উপজেলা বিএনপি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

সদ্য ঘোষিত অর্ন্তবর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনে বৈষম্য সৃষ্টির প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি পেশ করেছে কাউখালী উপজেলা বিএনপি।

রবিবার(১০ নভেম্বর) দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয় । কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক আব্দুল মোতালেব স্বাক্ষরিত এ স্মারক লিপি প্রদান করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুর রহমান প্রধান উপদেষ্টা বরাবরে দেয়া কাউখালী উপজেলা বিএনপির স্মারক লিপির সত্যতা নিশ্চিত করে বলেছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা পাঠিয়ে দেয়া হবে।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়,গত ০৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্ট্রাব্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং ২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪.-১১৯) অর্ন্তরবর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন করা হয়। রাঙ্গামাটি জেলার প্রবেশদার হিসেবে খ্যাত কাউখালী উপজেলা। অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে কাউখালী উপজেলার সর্বস্তরের জনসাধারনের গুরুত্বপূর্ন ভুমিকা রাখার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাঙ্গামাটি জেলা পরিষদের অতীতের ইতিহাসে রেকর্ড ভঙ্গ করে কাউখালী উপজেলা থেকে কোন প্রতিনিধি রাখা হয়নি। অবিলম্বে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করে কাউখালী থেকে প্রতিনিধি দিয়ে নতুনভাবে প্রজ্ঞাপন দেয়ার দাবী জানান অন্যথায় আন্দোলনের হুশিয়ারী দেন।

অতীতে দেখা যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যতবারই গঠন করা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে (রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী) জেলার প্রত্যেকটি উপজেলা থেকে প্রতিনিধি নিয়ে গঠন করা হয়েছিল। কিন্ত এই প্রথম বার কাউখালী উপজেলার প্রতি বৈষম্য সৃষ্টি করে স্বৈরাচারী হাসিনার দোসরদের গোপন আতাতের মাধ্যমে কিছু আওয়ামী সরকারের নেতাকর্মীদেরকে দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্ণগঠন করা হয়। যাহা রাঙ্গামাটি জেলা ব্যাপী জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্মারক লিপিতে উল্লেখ করা হয় বিগত বছর গুলোতে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যেমনি বঞ্চিত ছিলাম এখনো একই ভাবে বঞ্চিত হয়েছি। আমরা মনে করেছিলাম গত ৫ আগষ্ট ২০২৪ খ্রিষ্ট্রাব্দ ছাত্র জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশ পাবো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই ফ্যাসিস সরকারের লোকজনই এখনো সর্বত্র বিদ্যমান আছে।

স্মারক লিপিতে উল্লেখ করা হয় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষনার প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে বিএনপি, জামাতের কর্মী সমর্থকদের মধ্যে খুশি হওয়ার কথা থাকলেও বাস্তবে আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে এক প্রকার উৎসবের বন্যা বইছে। কাউখালী উপজেলা থেকে কোন প্রতিনিধি না থাকায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিএনপি নের্তৃবৃন্দ বিগত ফ্যাসিস সরকারের দলীয় যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে বাদ দিয়ে প্রয়োজনে নিরপেক্ষ প্রতিনিধি নিয়োগ দিয়ে নতুন ভাবে প্রজ্ঞাপন দেয়ার দাবী জানান। যাতে অন্তবর্তীকালীন সরকারের শুনাম বৃদ্ধি পায় এবং বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানে ছাত্র জনতার রক্ত বৃথা না যায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনগণের অপরিচিত এবং ফ্যাসিস সরকারের দলীয় । এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য (ভাবী ও দেবর) রয়েছে। । যাহা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুনাম দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে। বিগত তিন মাসে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ব্যাপক সাফল্য থাকলেও ফ্যাসিস সরকারের লোকদেরকে নিয়োগ দেয়ার ফলে তা ধুলোয় মিশে যাচ্ছে।

সর্বশেষ

জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা...

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান...

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও...

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট...

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে ১৫ বছরের মধ্যে বিএনপির বড় শোডাউন

৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের...

আরও পড়ুন

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম...

কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ নভেম্বর)  বিকেল সাড়ে ৩ টা হতে সন্ধ্যা অবধি  কাপ্তাই...

বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করে বিপ্লবকে কলঙ্কিত করবেন না-পীর চরমোনাই

স্বাধীনতার ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছে তরা সকলেই ছিল খুনি, জালেম, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী। তাদের দ্বারা কখনো বাংলাদেশের শান্তি আসতে পারে না। সেজন্য বাংলাদেশের...

এক বছরেও ‘পূর্ণাঙ্গ ডানা মেলেনি’ আইকনিক রেল স্টেশন

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হয় ২০২৩ সালের ১১ নভেম্বর। একই সাথে সেদিন ২১৫ কোটি টাকা ব্যয় নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন...