Thursday, 7 November 2024

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ফল ঘোষণা, এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় যেতে জোর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ধীরে ধীরে ভোটগ্রহণ সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। এরপরপরই শুরু হয় ফলাফল ঘোষণা। সেই ফলাফল শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ।

এ পর্যন্ত মার্কিন গণমাধ্যমের ঘোষণা অনুসারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন মেরিল্যান্ড, মেসাচুসেটস, ভারমন্ট এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে কমলা হ্যারিস পেয়েছেন ১১৩টি ইলেকটোরাল ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০ টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জয়লাভ করতে প্রয়োজন ২৭০ টি ইলেকটোরাল কলেজ ভোট। খবর সিএনএন ও এএফপির।

দুই প্রার্থীই এবার তাদের সমর্থকদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে ছিলেন ভীষণভাবে মরিয়া। নিজেদের জয়কে নিশ্চিত করতে দুজনই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর প্রতি এবার আলাদাভাবে নজর দিয়েছেন। তাই চূড়ান্ত ফলাফলে এবার দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ ভোট প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন ঘটনায় ভীষণভাবে আলোড়িত হয় দুই দলের শিবির। প্রার্থীতার মঞ্চ থেকে জো বাইডেনের প্রস্থান এবং কমলা হ্যারিসের আবির্ভাব থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের ওপর আততায়ীর হামলা এবং তাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা—এরকম টানটান উত্তেজনায় টালমাটাল ছিল পুরো যুক্তরাষ্ট্র।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি আরও বলেছে, আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৬০ বছর বয়সী কমলা হ্যারিস এবং ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবারই সম্ভবত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে, নির্বাচনে ভোটারদের পাশে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা হ্যারিস লিখেছেন, ‘আজ আমরা ভোট দিচ্ছি কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমেরিকার জন্য প্রতিশ্রুতির বিষয়টিতে বিশ্বাস করি।’ অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এক মিনিটের একটি ভাবগম্ভীর বিজ্ঞাপন প্রকাশ করে এক পোস্টে বলেন, ‘আজকের এই দিনটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’

আশা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার ভোট প্রদান করবেন। অন্যদিকে কমলা হ্যারিস ইতোমধ্যে ডাকযোগে তার ভোট দিয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্ল্যাক মাউন্টেন, নর্থ ক্যারোলাইনাতে মারাত্মক বন্যার পর অস্থায়ী ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সুইং স্টেট পেনসিলভানিয়ার ইরি শহরের ভোটকেন্দ্রগুলোতেও দেখা গেছে মানুষের লম্বা সারি।

একটি এলিমেন্টারি স্কুলে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার পর ৪৬ বছর বয়সী মার্শেল বেসন বলেন, অনেক দূর ভোটারদের লাইন চেলে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা এখন অনেকটাই বিভক্ত, কমলা শান্তির পক্ষে রয়েছেন। তার প্রতিপক্ষ সবকিছু নেতিবাচকভাবে তুলে ধরছে।’

বাড়িতে তৈরি ডোনাল্ড ট্রাম্পের শার্ট গায়ে একই স্কুলে ভোট দেওয়া ৫৬ বছরের ডারলেন টেইলর বললেন তার প্রধান লক্ষ্য ‘সীমান্ত বন্ধ করা’ আর এর পাশাপাশি তিনি আগামী চার বছর মুল্যস্ফীতি দেখতে চান না।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে এবার কয়েকদিন সময় লাগতে পারে যদি প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়। তবে, যাই হোক না কেন ফলাফল নিয়ে দুভাগে ভাগ হয়ে পড়া জাতি বেশ উত্তেজনা নিয়েই অপেক্ষা করছে।

সর্বশেষ

 ডেঙ্গু রোগীদের  স্বল্পমূল্যে রক্তপরীক্ষা ও চিকিৎসার ঘোষণা মেয়র শাহাদাতের

মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তুলে বিশেষজ্ঞসহ...

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ বিষয়ে ট্রাম্পকে ভুল বার্তা দেওয়া হয়েছে: শফিকুল আলম

মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে একটি...

মোংলা কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে: এম সাখাওয়াত

মোংলায় কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে বলে...

ফটিকছড়িতে জামায়াতে  ইসলামীর সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ফটিকছড়ি শাখা। বুধবার...

পতিত স্বৈরাচারের দোসররা যে রুপেই ফিরুক প্রতিরোধ করা হবে

একটি ধর্মীয় সংগঠনের অনুসারীরা  হাজারিগলিতে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে ।...

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন...

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ...

প্রধান উপদেষ্টার সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ 

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি সবসময় তোমাদের সঙ্গে...

সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (৬ নভেম্বর) বুধবার বাংলাদেশে...

ধর্ম উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস...