Thursday, 19 September 2024

সিএনজি চালকের গায়ে গুলি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ২৪৯ জনের বিরুদ্ধে মামলা

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পতন হলে উৎসুক জনতার আনন্দ মিছিলে শামিল হতে গিয়ে চট্টগ্রামের মো. আনোয়ার হোসেন (৪১) নামের এক সিএনজি চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে ২০০ থেকে ৩০০ জন।

গত ৫ আগষ্ট বিকেল সাড়ে ৩টার সময় নগরীর ডবলমুরিং মডেল থানাধীন মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করেন।

সোমবার রাতে সিএমপির ডবলমুরিং মডেল থানায় ভুক্তভোগী চালক নিজেই বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ২রা সেপ্টেম্বর সকালে আদালতে মামলাটি প্রেরণ করার কথা নিশ্চিত করেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী।

মামলাটি তদন্ত করবেন সংশ্লিষ্ট থানার এসআই মো. ইমাম হোসেন। যার থানা মামলা নম্বর-০১/১৬৮।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম ১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক চসিক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিন উদ্দিন, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চসিকের সাবেক কমিশনার আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ নগরীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ২৪৯ জন ব্যক্তিকে আসামি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট সরকার পতন হলে উৎসুক জনতার আনন্দ মিছিলে যোগ দেন সিএনজি চালক আনোয়ার হোসেন।মিছিলটি নগরীর ঈদগাঁ হতে দেওয়ানহাট যাওয়ার সময় বিকেল সাড়ে ৩টা সময় ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে পাকা রাস্তার উপর পৌঁছান। এ সময় এজাহারে লিখিত প্রথম সারির আসামীদের নির্দেশে হত্যাযজ্ঞ চালাতে অবৈধ অস্ত্র নিয়ে আনন্দ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণ করার কথা জানান।

এতে বাদি আনোয়ার হোসেনের ডান হাতের বাহুর সামনে দিয়ে গুলি প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় অজ্ঞাতনামা আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এজাহারে আরও জানান, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয়েছে। গত ১৮ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে গতি সঞ্চার হয়। ছাত্র-জনতার এই আন্দোলনকে দমানোর জন্য তৎকালিন সরকার দমন পীড়ন শুরু করেন।

সর্বশেষ

গণহত্যায় উসকানির সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি,...

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ....

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক...

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সংক্রান্তে গণশুনানী করলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে...

আরও পড়ুন

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল...

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেবে।জার্মান রাষ্ট্রদূত...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহিদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহশেখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি...