Sunday, 6 October 2024

সভার তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ

আ জ ম নাছিরের কড়া কথার ইব্রাহিম হোসেন বাবুলের কড়া জবাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক সভার তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে (৪ জুন) বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

সভায় উপস্থিত নগর আওয়ামীলীগের দুই নেতা চট্টগ্রাম নিউজকে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন তার বক্তব্যে
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক সভার তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। এছাড়াও তিনি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব পাওয়ার পরও অনেকেই দায়িত্ব পালন করছেন না বলে কড়া সমালোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা সভায় পজেটিভ কথা বলি কিন্তু অর্পিত দায়িত্ব পালন করিনা। খোলার দিনে মিটিং ডাকলে অনেকেই অনীহা প্রকাশ করেন।

নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর বক্তব্যের পাল্টা কড়া জবাব দেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এই নিয়ে সভা অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে। সভায় উপস্থিত আরও কয়েকজন নেতা উভয় নেতার বক্তব্যের পক্ষে-বিপক্ষে বক্তব্য দেয়ার চেষ্টা করলে সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি।

সভায় আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, ‘সম্মেলনের মাধ্যমে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সকলস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এই কার্য-পরিধি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই শতভাগ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোন ধরনের দলীয় আদর্শ ও নীতি-নৈতিকতা বিরোধী আচরণকে কিছুতেই প্রশ্রয় দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে অবশ্যই নেতৃত্ব ও পদ-পদবীর জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আওয়ামী লীগের মতো একটি বিশাল সংগঠনে এই প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তাই বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মত কোন ঘটনা বা আচরণ যাতে না হয় সেদিকেও সকলকে লক্ষ্য রাখতে হবে এবং সর্বোপরি কোনভাবেই যাতে বিভেদ ও অনৈক্যের হানাহানি না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অনেকের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ বেশি। সাংগঠনিক সভায় কোনো কথা হলে সেটা পত্রিকায় চলে যায়। উনারা আবার দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ছোট করে, সম্মানহানি করে পত্রিকায় বক্তব্যও দেন। তিনি এও স্মরণ করিয়ে দেন যে সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য-উপাত্ত ছাড়া কারো বিরুদ্ধে ঘরপরতা ও ঢালাও অভিযোগ কিছুতেই কাম্য হতে পারে না। এধরনের কল্পিত অভিযোগ দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।’

জানা গেছে, আ জ ম নাছির উদ্দীনের বক্তব্যের জবাবে নগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘চরম সংকটে-দুর্দিনে যুদ্ধ করে এ দলকে আমরা টিকিয়ে রেখেছি। ১৯৯৪ সালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনের সময় রাতজেগে পাহারা দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। সেদিন মহিউদ্দিন ভাই মেয়র নির্বাচিত হয়েছিলেন বলেই চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ফের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। সেদিন আজকে যারা বড় বড় কথা বলেন, তারা কে, কোথায় ছিলেন একটু জানতে চাই। এখানে কেউ ভেসে আসেনি। সবাই চট্টগ্রাম শহরের বাসিন্দা। সাংবাদিকরাও চট্টগ্রাম শহরের। কেউ যদি মনে করেন ভেসে এসেছি, সেটা ন্যায্য হবে না।’

সর্বশেষ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে...

মিরসরাইয়ে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

মিরসরাইয়ে সাপের কামড়ে শাহানা আক্তার (৩৯) নামে এক গৃহবধুর...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক...

শেখ হাসিনার ভারত থেকে প্রচারণা বন্ধে ব্যবস্থা নিন, প্রধান উপদেষ্টাকে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে প্রচারণা বন্ধে ব্যবস্থা...

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জামায়াত নেতারা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর...

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও...

আরও পড়ুন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের মাস্তাননগর এলাকায় ঢাকামুখী আপ লাইনে...

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জামায়াত নেতারা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে বসেন জামায়াতে ইসলামীর নেতারা।শনিবার বিকাল সাড়ে...

আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির...

ছুরিকাঘাতে প্রেমিকাকে হত্যা , ৬ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে কথিত প্রেমিক ধরা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পোশাকশ্রমিক মরিয়ম আক্তার সামিরাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. তারেক। গ্রেপ্তার...