Tuesday, 17 September 2024

চলতি বছর চালু হচ্ছে স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় চলতি বছর চালু হচ্ছে স্বাস্থ্য বিভাগের আধুনিক প্রযুক্তি নির্ভর রিজিওনাল ট্রেনিং সেন্টার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অর্থায়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দে নির্মিত হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর ‘চকরিয়া রিজিওনাল ট্রেনিং সেন্টার’ নামের প্রশিক্ষণ কেন্দ্রটি। ট্রেনিং সেন্টারটি চালুর মধ্যদিয়ে দক্ষিণ চট্টগ্রামের ১৮ উপজেলার হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা পাবেন সারা বছর স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ সেবা।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের ১৮টি উপজেলার ট্রেনিং সেন্টারে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাহ, রামু, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, দ্বীপ উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলার স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত মাঠ কর্মীদের সারাবছর ব্যাপী চিকিৎসা খাতে নানাবিধ প্রশিক্ষণ সেবা নিতে অনেকটা সহজ হয়েছে। যদিও আগে এসব প্রশিক্ষণ সংক্রান্ত সেবা নিতে স্বাস্থ্যকর্মীদের রাজধানী ঢাকা বা চট্টগ্রাম যেতে হতো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচএডি) সাবেক প্রধান প্রকৌশলী কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃতি সন্তান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার এর বদন্যতায় স্বাধীনতার ৫৪ বছর পর চিকিৎসাসেবার আলোক বর্তিকা হিসেবে এই ট্রেনিং সেন্টারটি প্রতিষ্ঠা লাভ করেছে। অবশ্য এই ট্রেনিং সেন্টারটি সে সময় কক্সবাজারে হবে নাকি চকরিয়ায় হবে এই নিয়ে রশি টানাটানিও চলে। শেষ মেশ কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের ডিও লেটারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথাস্থ প্রস্তাবিত জায়গায় স্থাপনে নীতিগত সিদ্ধান্ত দিয়ে অবকাঠামোগত উন্নয়ন কাজের টেন্ডার আহ্বান করেন।

টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান জেজেটি আইবি এআরএম (জেবি) কার্যাদেশ পেয়ে ২০২৩ সালের ২০ নভেম্বর ট্রেনিং সেন্টারের আধুনিক অবকাঠামোগত নির্মাণ কাজের সূচনা করেছেন। এরইমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচতলা ফাউন্ডেশনের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, পাঁচতলা ফাউন্ডেশনের ৫তলা বিশিষ্ট হোস্টেল (পুরুষ ও মহিলা) ভবন নির্মাণ, ১২৫০ বর্গফুট বিশিষ্ট একতলা ভবন নির্মাণ, চারতলা ফাউন্ডেশনের ৪ তলা ৮৫০ বর্গফুট বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ, ২ তলা বিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার নির্মাণ, ১ তলা বিশিষ্ট সাব স্টেশন নির্মাণ, গার্ড রুম, সারফেস ড্রেইন এবং এপ্রোন নির্মাণ, সীমানা প্রাচীর ও প্রধান গেইট নির্মাণ কাজ ইতোমধ্যে সুচারুভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে প্রকল্পের অবশিষ্ট কাজের মধ্যে অভ্যন্তরিন সংযোগ সড়ক ও পেভমেন্ট, সাইড ডেভেলপমেন্ট কাজ, বৈদ্যুতিতক কাজ ও গভীর নলকূপ স্থাপন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচএডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীর তদারকির মাধ্যমে সহকারী প্রকৌশলী মো.মোরশেদুল আলমসহ সহকারী প্রকৌশলীদের একটি টিম সার্বক্ষনিক প্রকল্পে উপস্থিত থেকে কার্যাদেশ অনুযায়ী গুনগতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করে ইতোমধ্যে চকরিয়া রিজিওনাল ট্রেনিং সেন্টারের আধুনিক অবকাঠামোগত নির্মাণ কাজ সুচারুভাবে সমাপ্ত করেছেন।

কাজের অগ্রগতি প্রসঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচএডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সরকার দেলোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সেবা বিভাগের অর্থায়নে চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় স্থাপিত চকরিয়া রিজিওনাল ট্রেনিং সেন্টারটি এতদাঞ্চলের স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীদের অবধারিত সুযোগ সৃষ্টি করেছে। আগে দক্ষিণ চট্টগ্রামের অন্তত ১৮ থেকে ২০টি উপজেলা থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে ঢাকা বা চট্টগ্রামে করতে হতো। এখন ঘরের পাশে প্রশিক্ষণ সেন্টারটি স্থাপিত হওয়ায় সবার জন্য নানাবিধ সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশের আলোকে যথা সময়ে চকরিয়া রিজিওনাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু করেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচএডি) কক্সবাজারের নিয়োজিত প্রকৌশলীরা সার্বক্ষনিক প্রকল্পে উপস্থিত থেকে কার্যাদেশ অনুযায়ী গুনগতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করে ইতোমধ্যে ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। তবে এখনো কিছু কাজ চলমান রয়েছে। সেগুলো বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন করে কিছু সময়ের আবেদন করেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে চলতি বছরের মধ্যে ট্রেনিং সেন্টারটি উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন সম্পন্ন

হাজেরা-তজু ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের...

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯)...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে...

গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে: চট্টগ্রামে ভূমি উপদেষ্টা 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ভূমি উপদেষ্টা এ.এফ হাসান আরিফ...

ঢাকার যানজট নিরসনের উপায় খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও দেশের...

প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই...

আরও পড়ুন

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সানজিদা আক্তার (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ক্ষুদ্ধ জনতা হাসপাতাল ঘেরাও, করে ভাংচুর করেছে।...

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় 

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামে ফটিকছড়ি পৌরসভা শাখা।সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের  একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা...

আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আহতদের খোঁজ নিতে সোমবার (১৬...

অন্তর্বর্তী সরকারকে একটি মহল অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়

একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে...