গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 19 May 2024

সরকার এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে স্বনির্ভর করতে চায়: আরাফাত

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, সরকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ও দেশের চলচ্চিত্র শিল্পকে সরকারের ওপর নির্ভরতা হ্রাস করে সম্পূর্ণ স্বনির্ভর করতে কাজ করছে।

তিনি বলেন, ‘আমি মনে করি কোনো শিল্পেরই ভর্তুকির ওপর নির্ভর করা উচিত নয়, কারণ ভর্তুকি উপভোগকারী শিল্প সবসময় সরকারের ওপর নির্ভর করে। তাই আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যাতে এফডিসি ও আমাদের চলচ্চিত্র শিল্প স্বনির্ভর হতে পারে।

প্রতিমন্ত্রী আজ বিকেলে নগরীর তেজগাঁওস্থ এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি।

আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য সিনেমার চেয়ে শক্তিশালী মিডিয়া আর নেই উল্লেখ করে আরাফাত আরও বলেন, ‘আমরা যদি আমাদের দেশকে সিনেমার মাধ্যমে বিশ্বের সামনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই তাহলে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিবেশ তৈরিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আমাকে চলচ্চিত্র বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জেলা পর্যায়ে সিনেপ্লেক্স স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা স্বনির্ভর হতে সক্ষমতা অর্জন করবে।

চলচ্চিত্র শিল্পকে স্বাবলম্বী করতে আয়ের পথ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমার নিজেরও বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করার আগ্রহ রয়েছে। আমি মনে করি পরিবেশ তৈরি করতে পারলে সবকিছুই আপনা আপনি হয়ে যাবে এবং আমরা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।

আরাফাত আরও বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র শিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে।

চলচ্চিত্র শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোকে সৃজনশীল উপায়ে সুযোগে রূপান্তরিত করার বিষয়ে ভাবতে হবে এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যকার ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক ড. মতিন রহমান ও এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে এফডিসি চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন করেন এবং র‌্যালির নেতৃত্ব দেন।

সর্বশেষ

লোক নিচ্ছে বিআরটিসি, এসএসসি পাসেও আবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ০৪টি পদে ৩৪ জনকে...

রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের উত্তরপূর্বাঞ্চলে...

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

প্লে-অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭...

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে কটাক্ষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক ‘কান...

নিয়মিত ঘুম সুস্থ জীবন যাপনের অন্যতম শর্ত

সুস্থ, স্বাভাবিক জীবন যাপন করতে চাইলে ঘুম অপরিহায্য। কম...

হজে যাওয়ার আগে করণীয় ৫ কাজ

হজ করার শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলে জীবনে একবার...

আরও পড়ুন

তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি: তথ্য ও সম্প্রচার সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে শতকরা ৬৮ ভাগ হলো কর্মক্ষম জনসংখ্যা। আবার এদের মধ্যে অধিকাংশ হলো যুবক।...

‘ইস্যু না থাকায় গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি’

বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (১৮ মে) দুপুরে...

বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আপনাদের মনে আছে গতবছর ২৮...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক যুবক

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত ধাপে পাস করে ভাইভা বোর্ডে গিয়ে আটক জয় বিশ্বাস (২৬) নামে...