গণহত্যা দিবস নিয়ে বিএনপি কোনো কর্মসূচি পালন না করায় দলটির মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ।
দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণহত্যা দিবস উপলক্ষে বিএনপি কোনো কর্মসূচি পালন করে না। কারণ তারা ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করেনা। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।
শনিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র মন্তব্য করে কাদের বলেন, বিএনপি পাকিস্তানের দালাল। তাদের চেতনায় আজও পাকিস্তান।
সম্প্রতি মির্জা ফখরুলের এক বক্তব্যের জেরে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে যে বলতে পারে এখনকার চেয়ে পাকিস্তান আমল অনেক ভালো ছিল, তিনি অপশক্তির চেতনা ধারণ করেন না? তিনি কি অপশক্তির পৃষ্ঠপোষক নন?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালির কাছে পরাজিত হলেও তাদের প্রায় চার লাখ নাগরিক ফিরিয়ে নেয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।