রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি গাড়ি সহ ৬ লাখ টাকার মূল্যবান কাঠ আটক করা হয়েছে।
সোমবার রাতে বাঙ্গালহালিয়া বটতল এলাকা হতে পাচারকালে দুটি কাঠ বোঝাই পিকআপ গাড়ি সহ কাঠগুলো জব্দ করে।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জানান, বিশেষ সংস্থার সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। এছাড়া একইদিন রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি পিকাআপ গাড়ি বোঝাই ৩ শত ১২ঘনফুট সেগুন, গামার, বল্লি আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় পাচারকারীরা গাড়ি ও কাঠ রেখে পালিয়ে যায়।
এদিকে এ বিষয়ে একটি বন মামলা দায়ের করা হয়েছে বলে বন কর্মকর্তা জানান।