মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জিএমপি উপকমিশনার আবু মোহাম্মদ শামসুর রহমান জানান, ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছিলেন।

এর আগে, মাহি ও রকিব ফেসবুকে লাইভে অভিযোগ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে তাদের গাড়ির শোরুম ও ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিপক্ষকে দখল করে দেবেন চুক্তি করেছেন। সেই অনুযায়ী শুক্রবার ভোর ৫টায় সন্ত্রাসীরা সেখানে হামলা করেছে।

শোরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সনিরাজ কার প্যালেস গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব, দরজা জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর ও শোরুমের সাইনবোর্ড খুলে নেওয়া হয়। শোরুমের অফিসকক্ষ তছনছ করে এবং টাকাপয়সা লুট করে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে নায়িকার অভিযোগের বিষয়ে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, এই অভিযোগ ডাহা মিথ্যা। দুপক্ষের দ্বন্দ্বে পুলিশকে জড়ানোর কিছু নেই। একটি শ্রেণি দীর্ঘদিন ধরেই এই এলাকায় চাঁদাবাজি, দখলদার ও মাদক ব্যবসায় জড়িত।

তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জিএমপি। আর তাই তারা একজন সেলিব্রেটিকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট অভিযোগ এনেছে। এ ঘটনায় আমি কিংবা গাজীপুর মহানগর পুলিশের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, রকিব সরকার জমি দখল করে নিয়েছেন, এই মর্মে প্রতিপক্ষ গ্রুপ মামলার আবেদন করেছেন। তবে আমি জিএমপিতে যোগদানের পর কোনো পক্ষই জমির বিষয়টি আমার সামনে আনেনি। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনিও না। মাহির এই অভিযোগে আমি মর্মাহত।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়।

সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শোরুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আকবরশাহে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইনের বিহারী কলোনী...

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আম গাছ থেকে পড়ে মো....

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন...

চকরিয়ায় বিদ্যুতের তারে আটকে প্রাণ গেল চোরের

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে এক...

চট্টগ্রামে সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা আটক

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, সিডিএ’র সাবেক সদস্য ও...

চুরি হওয়া কাভার্ডভ্যানটিসহ আটক ১

নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে চুরি করা একটি কাভার্ডভ্যান...

আরও পড়ুন

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আম গাছ থেকে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার...

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন মুন্না(৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল...

চকরিয়ায় বিদ্যুতের তারে আটকে প্রাণ গেল চোরের

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩ মে) গভীর রাতে  উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলি বাপের...

চট্টগ্রামে সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা আটক

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, সিডিএ’র সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে আটক করেছে পুলিশ।সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টার...