রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে শাহজাহান (৫৫) নামে একজন নিহত হয়েছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ মার্চ ) সকালে রাজস্থলী ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের আমতলী পাড়া নামক এলাকায় ( টিএস, ঢাকা মেট্রো ১১-০৯০৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত চালক হেলপার ও লেবার সহ সীমান্ত সড়কের নির্মাণ কাজের জন্য পাথর বোঝাই করে যাচ্ছিল।
নিহত শাহজাহান রাজস্থলী উপজেলার ৫ নং ইসলামপুর ইউনিয়নের মুসল্লি গ্রামের মৃত আলি হোসেন ছেলে।
আহতরা হলেন, আলিকদম উপজেলার রবিউল হোসেন (২৫) , চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ইউনুচ আলী (৩২)।
আহত রবিউল জানিয়েছে, রাজস্থলী হতে পাথর বোঝাই করে ট্রাক টি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে ৫ কিলো আমতলি পাড়া এলাকায় পৌঁছালে ট্রাক টি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক হেলপার ও লেবার গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় ও ২৬ ইসিবির সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে আহতব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান, রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে বলে ওসি গনমাধ্যমকে জানান।