চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে আগামীকাল ৬ ফেব্রুয়ারি মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।
সোমবার বিকাল ৩টায় সিজেকেএস জিমনেশিয়াম প্রাঙ্গণস্থ মেলা কার্যালয়ে বইমেলা কমিটির উপদেষ্টা ও কর্মকর্তাদের এক মতবিনিময় সভা এবং একই স্থানে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উভয় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখবেন।
বইমেলার আহ্বায়ক ও চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বইমেলার আহ্বায়ক ও চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, ৮ থেকে ২৮ ফেব্রুয়ারি ২১দিনব্যাপী জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এতে সভাপতিত্ব করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।