গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 2 May 2024

পেকুয়ায় আগুনে পুড়লো এনজিও কর্মকর্তার বসতবাড়ি  

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়লো এনজিও কর্মকর্তার বসতবাড়ি।

১৪ জানুয়ারী (শনিবার) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে ছিরাদিয়া গ্রামে মৃত মোস্তাক আহমদের পুত্র আক্তার হোসেন ও কামাল হোসেনের বসতবাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়। এ সময় বসতবাড়িটিসহ এর লাগোয়া স্থানে অপর একটি কাছারীও আগুনে পুঁড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এরপর আগুনের তীব্র লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে সমস্ত বাড়ি দুটি পুঁড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পেকুয়ার ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের একটি টীম সেখানে পৌছেন। তবে তারা যাওয়ার আগেই বাড়ি দুটি আগুনে পুঁড়ে ভস্মীভূত হয়ে যায়। বসতবাড়ির মালিক দুইজনই আপন সহোদর। তারা দুই ভাই পৈত্রিক ভিটায় একটি টিনের ছালার বাড়ি নির্মাণ করেন ১ বছর আগে। বসতবাড়ির মালিক আক্তার হোসেন এনজিও সংস্থায় কর্মরত আছেন। স্বামী-স্ত্রী দুইজনই এনজিও’তে চাকুরী করেন। আক্তার হোসেন ইউনিসেফের অর্থায়নে এনজিও সংস্থা একলাবের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার (আইএসপি) হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে তার স্ত্রী তাছলিমা বেগম এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের কমিউনিটি ডেভলপমেন্ট (সিডিও) হিসেবে কাজ করছেন। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সিরাদিয়া এলাকার জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, নেজাম, জয়নাল, ছাবের আহমদসহ আরো লোকজন জানান, বেলা ১২ টার দিকে আগুন লাগে। প্রায় ২ ঘন্টা আগুনের তীব্রতা ছিল। আমরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছি। তবে পারেনি। নুরুল হোসেন, ছকিনা বেগম, দিলনুর, আনোয়ারা বেগমসহ অনেকে জানান, ফায়ার সার্ভিস আসতে বিলম্ব করেছে। এখানে এসেও টাকার জন্য তারা পাম্প সচল করেনি। ১৫ হাজার টাকা দরদাম করেছে। মানিক মেম্বার টাকা নিজে দিবেন বলে এদেরকে আশ্বস্ত করেছেন। আক্তার হোসেনের মা নুরজাহান বলেন, আগুনে ৫ ভরি স্বর্ণ আমার ছেলে আক্তার হোসেনের ১ লক্ষ ৮০ হাজার টাকা, আমার গচ্ছিত রাখা ৫০ হাজার টাকা, ছেলে আক্তার হোসেনের ৪ টি বন্ধকী জমির স্ট্যাম্প, আক্তার হোসেন ও তার স্ত্রীর মাষ্টার্স, অনার্সের মূল সনদ, জমির খতিয়ান, কামাল হোসেনের ৩ টি স্ট্যাম্প, দুই পুত্রের আসবাবপত্র, ২৩০ আড়ি ধান, কাপড় ছোপড়সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এনজিও কর্মকর্তা আক্তার হোসেন জানান, আমি চৌমুহনীতে স্ত্রীকে নিয়ে বাসা ভাড়ায় থাকি। এখানে আমার বড় ভাই কামাল হোসেন ও আমার মা, ভাবী খালেদা বেগমরা থাকেন। আমরা এখন খোলা আকাশের নীচে বসবাস করছি।

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করবে চসিক-সিডিএ

চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সমন্বয়হীনতা এড়িয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও...

শ্রমিককে বঞ্চিত করলে কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান...

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে...

চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান 

চন্দনাইশ উপজেলার বরমা ধামাইরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৫ টি দোকান...

চট্টগ্রামে ৬ সাংস্কৃতিক সংগঠনের মে দিবস উদযাপন

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও...

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে এই ঐতিহ্য অনেকটা হারাতে বসেছে। হারানো এই ঐতিহ্যকে ফেরাতে তীব্র তাপদাহকে উপেক্ষা করে মিরসরাইয়ে প্রথমবারের...

চট্টগ্রামে ৬ সাংস্কৃতিক সংগঠনের মে দিবস উদযাপন

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধের পাশাপাশি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।মহান মে দিবস উপলক্ষে...

শান্তিনগরে অগ্নিকান্ডে ২৯ দোকান পুড়ে ছাই

পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে ২৯টির বেশি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার রাত ১২টার দিকে তালুকদার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।এতে কোনো হতাহতের ঘটনা...

শ্রমজীবী মানুষের মাঝে আখের রস বিতরণ

“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)'র উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি ও সাধারণ...