কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল আমিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভার লামার বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল গাফফারের ছেলে আব্দুল আমিনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।