চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালিয়ে গেছে আজিজুল শেখ (৩৮) নামে ডাকাতি মামলার এক আসামি।
রবিবার ১৬ অক্টোবর ২২ ইং সকাল ১১ টায় আদালত চত্ত্বরে প্রিজনভ্যান থেকে কোর্ট কাস্টডিতে নেওয়ার পথে কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যায় টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানার ডাকাতি মামলার আসামী আজিজুল।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ কে প্রিজন ভ্যানে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে নেওয়া হয়। পরবর্তীতে প্রিজন ভ্যান হতে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায় সে।এসময় পুলিশ তাকে ধাওয়া করেও শেষ পর্যন্ত ধরতে পারেনি।
আসামী পালানোর বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, আসামি আজিজুল শেখকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে একাদিক টিম।এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
পলাতক আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে।