সারাবিশ্বে যখন ইভিএমে নির্বাচন হচ্ছে, তখন আমরা কেন করব না? জাতীয় পার্টিও ইভিএমেই নির্বাচন করবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শারীরিক অবস্থার কথা তুলে ধরে রওশান এরশাদ বলেন, চিকিৎসার জন্য ১১ মাস হয়েছে, আমি ব্যাংককে। সুস্থ আছি। কিছু সমস্যা থাকলেও আমি এখন ভালো আছি, আগামী নভেম্বরে মাসেই দেশে ফিরে আসব।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে বলেই কখনও নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি সব সময় নির্বাচন করেছে। আগামীতেও নির্বাচনে অংশগ্রহণ করবে।