চকরিয়ায় চিকিৎসা চলাকালীন সময়ে মিরাজ আকতার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু অভিযোগ উঠেছে । চরম অদক্ষতা ও চিকিৎসার সঠিক পরিবেশ না থাকায় এমনটা ঘটছে বলে দাবি করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম বদরখালী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যাই, উপজেলার পশ্চিম বদরখালী বাজারে হোসনে আরা বেগম ও রেহেনা বেগম নামের দুই ধাত্রী ৩কক্ষ বিশিষ্ট ছোট বাসায় প্রসূতী ভর্তি রেখে ডেলিভারি করতেন ও শিশুর চিকিৎসা দিতেন। মারাত্মক ঝুঁকি পূর্ণ পরিবেশে এসব বানিজ্য চালুু করে সাধারণ জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত করে আসছিল দীর্ঘদিন ধরে।
অভিযোগের প্রেক্ষিতে বিকালে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভন দত্তের নেতৃত্বে ডাঃ ইশরাত জাহান পাপিয়া (মেডিকেল অফিসার), স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, সেনিটারী ইন্সপেক্টর, স্টোর কিপারের সমন্বয়ে টীম গিয়ে বদরখালীর এই দুটি ঝুকিপূর্ণ ডেলিভারি সেন্টার বন্ধ করে সীলগালা করে দেন।