কক্সবাজার সদরের পিএমখালীর চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার (৩১ আগস্ট) সকালে এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসিনক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ড দেওয়া আসামিরা হলেন- পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম ওরফে বুইল্ল্যানির ছেলে (২০), মৃত আমান উল্লাহর ছেলে নুরুল হক (২২), মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী (২৪) এবং মো. ইসহাকের ছেলে রুবেল (২০)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার নুরুল আবছারের ছেলে শাহীন উদ্দিন (১৯) ও দুদু মিয়ার ছেলে মনি আলম (১৯)। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়- পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুল আনোয়ারের ছেলে কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন তার এলাকায় মাদক কারবারের প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতো। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ২০১৭ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে তাকে হামলা চালায়। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সাল। এই ঘটনায় ফয়সালের পিতা নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার রায় বুধবার (৩১ আগস্ট) ঘোষণা করেন আদালত।