Saturday, 21 September 2024

বিদ্যুতের অবস্থা ১ মাস আগের চেয়ে ভালো: নসরুল হামিদ

চট্টগ্রাম নিউজ ডটকম

জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং করছে সরকার। তবে গত এক মাস আগে বিদ্যুতের যে অবস্থা ছিল, সে তুলনায় বর্তমান পরিস্থিতি আরেকটু ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।

শনিবার (২৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত অনলাইন আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা পৃথিবীর প্রতিটি দেশেই অর্থনৈতিকভাবে একটা বড় প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। এই যুদ্ধের আঘাত আমাদের দেশেও আসছে। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি।

আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। গত এক মাস আগের থেকে বঙ্গবন্ধু বিদ্যুতের ভালো অবস্থায় আছি। জ্বালানির দাম বিশ্ববাজারে কমলে আমরাও সমন্বয়ের দিকে যাবো। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ জ্বালানি বিভাগ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে।

‘বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়তে। মাত্র দেশে স্বাধীন হয়েছে, সেই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজ কীভাবে হবে, তিনি তা চিন্তা করেছেন। গ্রামেও শহরের মতো বিদ্যুতায়ন করা হবে, এটা সাংবিধানিকভাবে তিনি বাস্তবায়ন করতে চেয়েছেন। পৃথিবীর কোনো দেশেই এমন সংবিধান নেই। আমরা অনেক সময় ভুল বলি যে, গ্রামকে শহর করতে চেয়েছেন। আসলে তা নয়।

তিনি গ্রামকে শহরের মতো সুবিধা দিতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন, নিজেদের সম্পদ যদি নিজের কাছে না রাখতে পারি, তাহলে সোনার বাংলা গড়া সম্ভব না। এজন্য তিনি পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নিজেদের কাছে রেখেছিলেন। আজকে দেশের ৪০ শতাংশ গ্যাস সেই পাঁচটি থেকেই পাচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তিনি চিন্তা করলেন যে, বাবার স্বপ্ন বাস্তবায়ন করা গেলে তাহলে আমরা সবাই যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন হবে। ২০০১-০৮ বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

শেখ হাসিনা ২০০০ সালের আগে বিদ্যুৎ সেক্টরকে দাঁড় করাতে যে পরিকল্পনা করেছেন, সেটিকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে।

আলোচনা সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সারাদেশের বিদ্যুৎ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত...

আনোয়ারায় ফ্যাসিস্ট পুনর্বাসনের বিরুদ্ধে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ 

আনোয়ারা উপজেলায় ফ্যাসিস্ট সরকারের দালালদের পুনর্বাসনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ...

আগামী অক্টোবরে কালুরঘাট নতুন সেতু একনেকে অনুমোদন হবে: রেল সচিব আবদুল বাকী

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, আগামী অক্টোবর মাসেই...

তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলার...

ফেসবুক স্ট্যাটাসের পর কর্ণফুলী নদীতে মিলল কলেজ ছাত্রের মরদেহ

অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রীতম চক্রবর্তী...

ইনসাফ প্রতিষ্ঠা করতে চাওয়ায় জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম...

আরও পড়ুন

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক...

আগামী অক্টোবরে কালুরঘাট নতুন সেতু একনেকে অনুমোদন হবে: রেল সচিব আবদুল বাকী

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, আগামী অক্টোবর মাসেই কালুরঘাট রেল কাম সড়ক সেতু একনেকে অনুমোদন হবে বলে আশা করছি। অনুমোদন হয়ে গেলে কিছু অফিসিয়াল...

তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার।শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা...

রাঙ্গামাটি-খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

 পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আজ শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি...