কক্সবাজারের রামুতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই আসামির ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী শিশু মামলা নং ১০০৫/১৮ শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- চকরিয়া পৌরসভার বিনামারা বড়ুয়াপাড়ার আদেশ বড়ুয়া (২২) ও রাম উত্তর ফতেষাঁরকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা মধু বড়ুয়া (৩০)। তারা উভয়েই ধন কুমার বড়ুয়া ওরফে কালাইয়ার ছেলে। তবে মামলার তিন নং আসামি ধন কুমার বড়ুয়া ওরফে কালাইয়া মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পিপি এডভোকেট ছৈয়দ রেজাউল রহমান। অপর দিকে আসামি পক্ষে ছিলেন এডভোকেট অরুপ বড়ুয়া তপু।
মামলার সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে রামুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী লিমা বড়ুয়া (১৪) কে অপহরণ করা হয়। এই অভিযোগে ১৬ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন মা পূর্ণিমা বড়ুয়া। তিনি রামুর উত্তর ফতেষাঁরকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা।