চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা ভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন ছিল ১১ দশমিক ১৩ শতাংশ। এ সময় কোন রোগীর মৃত্যু হয়নি।গত ৭ দিনে ৭২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে,গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৫০ জন নগরীর বাসিন্দা ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ২০৬ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬০৬ জন এবং ৩৪ হাজার ৬০০ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম কারও মৃত্যু হয়।