লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে মাদক চক্রের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
স্থানীয় সময় সোমবার (০৯ মে) ভোরে দেশটির সান্তো ডমিঙ্গো কারাগারে দাঙ্গার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। তবে ধারনা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে কারাগারে এ দাঙ্গার পর সেখানকার অনেক বন্দি পালিয়ে যান। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেছেন, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং ১০৮ জন বন্দি এখনও পলাতক রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। মূলত আদালতের আদেশে ওই ব্যক্তিকে স্থানান্তর করায় বন্দিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকতে পারে।
ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় উভয়ই দাঙ্গায় ৪৩ জন বন্দি নিহতের কথা জানিয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, নিহতদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাঙ্গা পরবর্তী কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, সেখানে জেলের একটি উঠানে বিচ্ছিন্ন দেহগুলিকে দেখা যাচ্ছে।
এ ঘটনায় ইকুয়েডরের পুলিশ প্রধান বলেন, সত্যিই অনেক নিষ্ঠুরতা ছিলো, ঘটনার পর কারাগারে হাতবোমা, মেশিনগান, রিভলভার এবং গোলাবারুদ পাওয়া গেছে। এর আগে সোমবার, তিনি স্থানীয় টেলিভিশনকে বলেছিলেন যে সহিংসতার তাৎক্ষণিক ট্রিগার ছিলো অন্য কারাগার থেকে একজন গ্যাং নেতাকে স্থানান্তর করা। এই ব্যক্তির উপস্থিতি দ্বন্দ্ব ও সহিংসতা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। মাঝে মাঝেই কারাগারে এমন দাঙ্গার ঘটনা ঘটে থাকে। গতবছর ইকুয়েডর জুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির মৃত্যু হয়।
সূত্র: দ্যা গার্ডিয়ান