অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিশু মো. সাগর (১৫) পড়াশোনার ইতি টেনে পরিবারের দায়িত্ব পালনের জন্য কাজির দেউড়ী বিদ্যুৎ অফিসে চাকরি করে।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে খুলশী থানার লালখান বাজারের ইস্পাহানির মোড় এলাকায় সাগরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় দুইজন ছিনতাইকারী। পরে আহত অবস্থায় পাশের একজন থেকে মোবাইল নিয়ে সাগর সাহায্য চেয়ে কল দেয় জাতীয় জরুরি সেবা- ৯৯৯ এ।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খুলশী থানার এস আই মো. আবু হাসনাত মিশু বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যাই। যাওয়ার পরে সাগর জানিয়েছে, কাজির দেউড়ী থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পৌঁছার পরে দুইজন লোক তাকে ডাক দেয়। তা শুনে তাদের কাছে যাওয়ার পরে সাগরের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দুইজন চলে যায়। এই ঘটনা শুনে আমরা ঘটনার তদন্ত শুরু করি।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে শনাক্ত করি৷ পরে রাত নয়টার দিকে নগরীর লালখান বাজারের বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাকিব ও ইমন নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে শিশুর মোবাইলটি উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়।