চট্টগ্রাম নগরের বাকলিয়াতে বিপুল পরিমাণ ভেজাল জুস ও জুস তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো- বাঁশখালীর ইলশা ইউনিয়নের মৃত শাহ আলমের ছেলে খোরশেদ আলম (৩১) ও সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা ইউনিয়নের মৃত গোলাম হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫২)।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বাকলিয়ার তক্তারপুলের আবদুল সোবহান রোড বিসমিল্লাহ কলোনির গলির শোয়েব মঞ্জিল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়া থানাধীন তক্তারপুল আবদুল সোবহান রোড বিসমিল্লাহ কলোনির গলির মুখে শোয়েব মঞ্জিল থেকে ভেজাল জুস তৈরির অভিযোগে খোরশেদ আলম প্রকাশ জিহান ও মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
এসময় তাদের স্বীকারোক্তিতে ভেজাল ৭৯২০ পিচ লিচি ড্রিংক, ১২০০ পিচ অরেঞ্জ কালারের আইস ললি, ২ বস্তা লিচি ড্রিংকের সাদা খালি বোতল, ইমানদার আইস ললি আইসপপ নামে ৮০০০ পিচ লেভেল, ১টি হালকা লাল রংয়ের মিক্সার মেশিন ও ১টি হিটার মেশিন, ৩টি কমলা রংয়ের কাপ সিলার মেশিন ও ১টি মেয়াদোর্ত্তীর্ণ সীল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।
তিনি জানান, ভেজাল জুস তৈরির খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।