Wednesday, 20 November 2024

১৮ বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ১৮ বছর পর আজ বুধবার (১৩ এপ্রিল) ঘোষণা করা হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন রায়ের এ দিন ধার্য করেন।

ওইদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবীরা অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগনে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। এছাড়া হাফিজ মারা গেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এ ঘটনায় ২২ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন হুমায়ুন আজাদ। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান তিনি। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। এছাড়া একই ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনেও অপর একটি মামলা হয়।

২০১২ সালের ৩০ এপ্রিল ওই মামলার তদন্ত শেষে সিআইডির পরিদর্শক লুৎফর রহমান পাঁচ আসামিকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১০ সেপ্টেম্বর ওই পাঁচ আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন আদালত।

এর আগে ২০০৭ সালের ১১ নভেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে আবুল আব্বাস ভূইয়া ও গোলাম মোস্তফা নামের দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

 

 

সর্বশেষ

কক্সবাজারে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 

বিশ্ব শিশু দিবস উপলক্ষে কক্সবাজার জেলার উখিয়ায়  এক ব্যতিক্রম...

কাপ্তাইয়ের নতুন ইউএনও জিসান বিন মাজেদ

রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসাবে...

বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রকৃত আহত তাদের নাম তালিকায় থাকবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম...

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নগরের আগ্রাবাদে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে...

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সেবা দেবে ইংল্যান্ডের এমএস

বাংলাদেশের গরিব রোগীদের বিনামূল্যে অপারেশন ও এনেস্থিসিয়া সেবা দেবে...

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন খলিলুর রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত...

আরও পড়ুন

প্রাথমিকে সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে রায় দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৯ নভেম্বর) এ বিষয়ে...

বৃহস্পতিবার উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২১ নভেম্বর  দিবস উদযাপিত হবে।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে...

ভয়ের নয়, সেবার ঠিকানা হবে থানা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, থানাকে এমন একটি জায়গায় পরিণত করতে হবে যেখানে জনগণ বিনা দ্বিধায়, নির্ভয়ে যেকোনো সমস্যা...

করাচি-চট্টগ্রাম রুট: নতুন দিগন্তে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি লাইনার সার্ভিস চালুর মাধ্যমে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। করাচি-চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় বাণিজ্য...