Saturday, 9 November 2024

নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ২৪৫ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই থানার চারটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ২৪৫ আসামির বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার এবং দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলমের আদালত পৃথক পৃথকভাবে এ চারটি মামলায় চার্জগঠন করার আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী প্রবীর দাস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চার্জগঠনের সময় আসামিদের মধ্যে আসলাম চৌধুরীসহ প্রায় ১৮০ জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সারোয়ার আলমের আদালতে সীতাকুণ্ড থানার মামলা নম্বর ৪৫(১১)১৩ ও স্পেশাল মামলা নম্বর- ১৭৬/১৫ ও চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্তের আদালতে একই থানার মামলা নম্বর- ১৫(১১)১৩ ও স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর-২৩৬/১৫ ও একই থানার মামলা নম্বর- ২৮(১১)১৩, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর- ১৫৭/১৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে ২০১৩ সালের নভেম্বর সীতাকুণ্ড থানার বিভিন্ন সড়কে যানবাহন ভাংচুর, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় এই তিনটি মামলা হয় সীতাকুণ্ডে থানায়।

আসলাম চৌধুরীর আইনজীবী নাছিমা আক্তার চৌধুরী বলেন, সীতাকুণ্ড থানার তিন মামলায় দুই আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আসলাম চৌধুরীকে তিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে ‘সরকার উৎখাতের’ জন্য আলোচনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হলে দেশ-বিদেশে তোলপাড় হয়।

২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো.আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ১৬ মে ৫৪ ধারায় (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি। দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় ডিবির ইন্সপেক্টর গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেছিলেন।

সর্বশেষ

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান...

আলেমসমাজ সামাজিক শক্তির প্রতিভূ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,...

চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশায় হঠাৎ আগুন

চন্দনাইশে আবারো চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর...

এখন নতুন বয়ান সংস্কার : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা বোনাস বাফুফের  

নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ...

আরও পড়ুন

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ধরা, শিকার ও পাচার বন্ধ করতে হবে। তিনি বলেন, বাঘ, হাতি-সহ...

আলেমসমাজ সামাজিক শক্তির প্রতিভূ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমসমাজ সামাজিক শক্তির প্রতিভূ। তাদের সাথে জনসম্পৃক্ততা ও সমাজের প্রগাঢ় বন্ধন রয়েছে।আজ (৯ নভেম্বর )খুলনা...

চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশায় হঠাৎ আগুন

চন্দনাইশে আবারো চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে । তবে এই সময় চালক নেমে যাওয়ায় ও যাত্রী না থাকায় কেউ হতাহত...

এখন নতুন বয়ান সংস্কার : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমান বয়ান দিয়ে কিছুদিন স্বৈরাচারী রাষ্ট্র চালিয়েছেন। পরবর্তীতে হুসেইন মুহম্মদ এরশাদ আরেক বয়ান...