সেটি আরও জোর পায় ইউনাইটেড শিরোপাশূন্য থাকায়। গত মৌসুমে লিগে দ্বিতীয় ইউনাইটেড এবার সেরা চারে থাকা নিয়েই সংশয়ে, কোনো কাপ টুর্নামেন্টে সেরা আটেও যেতে পারেনি। এতে তাই প্রশ্ন উঠছে, রোনালদো ফেরায় কি ইউনাইটেড আরও পিছিয়ে গেছে?
সে প্রশ্নের উত্তরে পক্ষে–বিপক্ষে অনেক যুক্তি থাকবে। কিন্তু আপাতত এতটুকু নিশ্চিত, আর্থিকভাবে ধাক্কাটা রোনালদোর ব্যাংক হিসাবেও লাগছে। সান লিখেছে, জুভেন্টাসে সপ্তাহে সাড়ে সাত লাখ বেতন পেতেন রোনালদো, সেখানে ইউনাইটেডে চুক্তিতে তাঁর মূল বেতন পাঁচ লাখের কিছু বেশি। কম বেতনে ইউনাইটেডে যোগ দিলেও তাঁর চুক্তিতে বোনাসের অনেক শর্ত রেখেছিল ইউনাইটেড, যার বেশির ভাগই ছিল শিরোপা-সংশ্লিষ্ট।
এই যেমন, আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বাদ পড়ায় রোনালদো হারাচ্ছেন ৩০ লাখ ইউরোরও বেশি অর্থ। ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেই এ অর্থ ঢুকে যেত রোনালদোর ব্যাংক হিসাবে। শিরোপা জিতে গেলে তো আরও অর্থ পেতেনই!
২০১৩ সালের পর ইউনাইটেডকে প্রথম লিগ শিরোপা এনে দিলে যোগ হতো প্রায় ২০ লাখ ইউরো। ঘরোয়া দুই কাপও জিততে না পারা রোনালদোর ব্যাংক হিসাবে নেতিবাচক প্রভাব ফেলছে।