Tuesday, 19 November 2024

বিএনপি কোন রাজনৈতিক দলই নয়: আ.জ.ম. নাছির উদ্দীন

বিএনপি রাষ্ট্রবিরোধীদের আস্তানা রাজনীতি করার অধিকার নেই

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন সরকারের সমালোচনা ও নীতিমালার বিরুদ্ধে বিরোধী দল অবশ্যই অবস্থান নিতে পারে কিন্তু বিদেশে লবিস্টের মাধ্যমে রাষ্ট্রের বিরোধীতা করা বা উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্থ করা দেশ ও রাষ্ট্রদ্রোহীতার সামিল।

বিএনপি কোন রাজনৈতিক দলই নয়, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের আখড়া। তাদের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।

আজ শুক্রবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন অনেক বার আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বারবার জেগে উঠেছে। বরং ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়েছে এবং ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি দাবী করেন জাতীয় চার নেতার হত্যার ঘাতক মালেশিয়ায় গ্রেফতারকৃত খুনি মেজর (অবঃ) খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

একইভাবে বঙ্গবন্ধু ও জেল হত্যার অন্যান্য খুনী পলাতক সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন তিনি যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতে ও তাদের রক্ষা করতে বিদেশে লভিং করে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করেন। যুদ্ধাপরাধীদে মন্ত্রী বানিয়েছেন। তার স্বামীর মতই তিনি পাকিস্তানি ভাবাপন্ন।

তার রাজনীতি অশুভ শক্তি ইন্ধন জোগায়। তাই দলের তৃণমূলস্তরের নেতাকর্মীদের খালেদা জিয়ার মুখোশ উম্মোচনে জনগণের দুয়ারে গিয়ে তার কুর্কীতি তুলে ধরতে হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন উন্নয়নের কর্মকান্ডে ঈর্ষান্বিত যে মহলটি দেশ বিদেশে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে তারা চিহ্নিত হয়েছে এখন তাদের শায়েস্তা করার সময় এসেছে।

বিএনপি জামাত রাজপথের আন্দোলনের কোন ইস্যু না পেয়ে পেছন দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার চক্রান্ত করছে। তাদের জন্মই চক্রান্তের মধ্য দিয়ে এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে নস্যাৎকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্বেগ প্রকাশ করে বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গোপন ও প্রকাশ্য সিন্ডিকেটের মাধ্যমে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির পায়তারা চালাচ্ছে। এদের দমনে সরকারকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সমস্ত অসাধু ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কিছুতেই ছাড় দেয়া যাবে না কারণ তাদের অনেকেরই হাত লম্বা। এরা সরকার ও প্রশাসনকে নানাভাবে প্রভাবিত করে অনৈতিক পায়দা লুটে যাচ্ছে। সভায় তিনি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকল্পে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, মহান শহীদ দিবসে নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড, ১৫টি থানায় মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পদাক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, মহিলা সম্পাদক জোবাইরা নার্গিস খান, শ্রম সম্পাদক আবদুল আহাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: ফয়সল ইকবাল চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী।

সর্বশেষ

জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন কাপ্তাইয়ের কবির

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক...

করাচি-চট্টগ্রাম রুট: নতুন দিগন্তে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি লাইনার সার্ভিস চালুর মাধ্যমে...

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)। পুরুষের প্রতি...

অন্তর্বর্তী সরকার চাইনা আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল...

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ...

আরও পড়ুন

করাচি-চট্টগ্রাম রুট: নতুন দিগন্তে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি লাইনার সার্ভিস চালুর মাধ্যমে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। করাচি-চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় বাণিজ্য...

অন্তর্বর্তী সরকার চাইনা আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর...

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে নগরের আমবাগান  এলাকায় অবস্থিত পার্কের নাম।যার পূর্ব নাম ছিলো ‘শেখ রাসেল’ পার্ক। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার  পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃ হলেন, মোহাম্মদ...