চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এ ঘটনা ঘটেছে।
জালাল উদ্দীন ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদ্রাসার পুকুরে অযু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। ঘাটে তার জুতো দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে রাত ১টার দিকে জালালের মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর এইচ/