চট্টগ্রামের মীরসরাইয়ে র্যাব-৭ অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ মে) সকালে মীরসরাই উপজেলার সরকার টোলার সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ থামানো হলে গাড়ি থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের আটক করে।
পরে পিকআপটি তল্লাশি করে দুটি বস্তা ও কয়েকটি পলিথিন ব্যাগে রাখা ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/