রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে জাতিসংঘের পতাকা উত্তোলন করে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশ সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) সকাল ৯টার কিছু পর রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব। এসময় মতবিনিময় করেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে।
এ ছাড়া আন্তোনিও গুতেরেস অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে গুতেরেসকে অবহিত করেন তারা।
পরে এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার।
এরপর দুপুর ১২টার কিছু পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন আন্তোনিও গুতেরেস। এর পরপরই বৈঠকে অংশ নিতে সেখানে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তারের। দেখা যায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও। ঘণ্টা খানেকের মধ্যেই বের হন তারা।
এছাড়াও সংস্কারের লক্ষে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন, সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে বিকেলে ড. মুহাম্মদ ইউনূস ও গুতেরেসের যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আর এইচ/