পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২২টি দরিদ্র জেলে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে নাইখাইন গ্রামের স্বপন সরদারের বাড়িতে বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।মুহূর্তেই আগুন আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর মধ্যেই ২২টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে,ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন স্বপন, স্বদেশ, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা, তপন, মন্না, রিপু, ইমন, শংকর, সুব্রত, মিলন, সুবল, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলা। এদের প্রত্যেকের ঘর ও সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা জয় দাশ বলেন, “জেলে পাড়ায় ঘনবসতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে।”
আগুনে পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, “আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থল পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে রাত কাটাব।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং মানবিক সংগঠনগুলোর সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।
আর এইচ/