স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, থানাকে এমন একটি জায়গায় পরিণত করতে হবে যেখানে জনগণ বিনা দ্বিধায়, নির্ভয়ে যেকোনো সমস্যা নিয়ে আসতে পারবে। থানার পরিবেশ, কর্মপদ্ধতি এবং আচরণ জনবান্ধব করে গড়ে তুলতে হবে। আজ চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “থানার মূল দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়; এটি জনগণের আস্থা অর্জনেরও জায়গা। জনবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু করতে থানাগুলোকে আরও সক্রিয়, সেবামুখী এবং যুগোপযোগী করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে, যাতে তারা সেবা নিতে এসে স্বস্তি পায়।”
কমিউনিটি পুলিশিং এবং যানজট নিরসনে জোর
মতবিনিময় সভায় উপদেষ্টা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যানজটসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ জরুরি। ইতোমধ্যে ঢাকা মহানগরে ৭০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যদের নিয়োগ দিয়ে ট্রাফিক সমস্যার সমাধান করার পরিকল্পনা চলছে।
উপদেষ্টা আরও বলেন, “প্রতিটি মহানগরীর জন্য নির্দিষ্ট মুক্তাঙ্গন নির্ধারণ করা জরুরি, যেখানে সভা-সমাবেশ আয়োজন করা যাবে। এটি শুধু যানজট কমাবে না, বরং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সহায়ক হবে। ঢাকা মহানগরে সোহরাওয়ার্দী উদ্যানকে এরকম মুক্তাঙ্গন হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই ব্যবস্থা চট্টগ্রামসহ অন্যান্য মহানগরীতেও নিতে হবে।”
সন্ত্রাসী ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা
উপদেষ্টা আদালত থেকে জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, “এ ধরনের অপরাধীরা যদি পুনরায় অপরাধে লিপ্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের কঠোর নজরদারির আওতায় রাখতে হবে।”
সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং অপপ্রচার রোধে আমাদের সজাগ থাকতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মিডিয়ার প্রতি আহ্বান
সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের মিডিয়াকে সত্য ও সঠিক তথ্য প্রচারে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদের মিডিয়ার একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক উন্নত। মিথ্যা প্রচার রোধে মিডিয়া-ই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
পাকিস্তানি জাহাজ নিয়ে গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থান
পাকিস্তান থেকে আসা একটি জাহাজ নিয়ে গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জাহাজটি মধ্যপ্রাচ্য থেকে পণ্য নিয়ে এসেছে। অনুমতি নিয়ে যেকোনো দেশের জাহাজ বাংলাদেশে আসতে পারে। এটি নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো দেশের স্বার্থবিরোধী কাজ, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের কার্যক্রম নিয়ে পৃথক ব্রিফিং উপস্থাপন করা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।