Thursday, 14 November 2024

মাস্তানি-সন্ত্রাসী করে জনদুর্ভোগ করলে বরদাস্ত করা হবে না: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বারইপাড়া খাল খনন কাজ পরিদর্শন করতে এসে আমি অভিযোগ পেয়েছি পূর্ব বাকলিয়াতে কিছু মানুষ এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে নানা রকম বাধা দিচ্ছেন। আমি তাদেরকে বলতে চাই যে, যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এই প্রকল্পের বিরুদ্ধে অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু কোনো ড্রয়িং রুম থেকে আসিনি, আমরা রাজপথ থেকেই এখানে এসেছি। কাজেই এখানে কোনো মাস্তানি-সন্ত্রাসী করে জনদুর্ভোগ করা হলে এটা কখনো বরদাস্ত করা হবে না।

রবিবার ( ১০ নভেম্বর) জলাবদ্ধতা নিরসনের অন্যতম প্রকল্প নতুন খাল খনন কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বারইপাড়া খাল খনন প্রকল্প সমাপ্ত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে, এ কারণে এ প্রকল্প সমাপ্তের বিষয়ে আমি বদ্ধপরিকর। কাজেই এ প্রকল্পের কাজের মান ভালো হতে হবে। বারইপাড়া খাল খনন প্রকল্প এলাকা অত্যন্ত নয়নাভিরাম হওয়ায় এখানে কর্ণফুলী নদী পর্যন্ত একটা পর্যটন স্পট ইনশাআল্লাহ আমি করব। শহরের মধ্যে এ ধরনের পর্যটন স্পট হলে নাগরিকরা সুস্থ বিনোদনের একটি জায়গা পাবেন এবং এলাকায়ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এর আগে চসিক মেয়র নগরীর বাকলিয়ার কালামিয়া বাজার থেকে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর মেয়র ১৭ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে হেঁটে হেটে পরিচ্ছন্ন কার্যক্রম, সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। মেয়র দুটি ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে কাজের পারফরম্যান্স জানতে চান।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এখন থেকে নগরের বর্জ্য রাতের বেলায় পরিস্কার করা হবে। কিন্তু পরিচ্ছন্ন বিভাগের কর্মরতদের আমি স্পষ্ট বলে দিতে চাই, অভিযোগ আছে, পরিচ্ছন্ন বিভাগের অনেকে কাজ না করে মাছের ব্যবসাসহ বিভিন্ন পার্টটাইম ব্যবসা করছে। আমি দেখছি কারা কারা ফাঁকি দিচ্ছে। এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আপনারা সততা ও ঈমানদারিত্বের সঙ্গে পালন করবেন। অন্যথা আমি আবারও বলছি অনেকের চাকরি নাও থাকতে পারে।

মেয়র বলেন, একটি খাল দেখলাম, এটা মনে হচ্ছে একটা ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। সমস্ত ডাস্টবিনের ময়লা এখানে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। আমাদেরকে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা...

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান...

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও...

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট...

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে ১৫ বছরের মধ্যে বিএনপির বড় শোডাউন

৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের...

আরও পড়ুন

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম...

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।বুধবার সকালে রাজধানীর গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টি...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার...

কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ নভেম্বর)  বিকেল সাড়ে ৩ টা হতে সন্ধ্যা অবধি  কাপ্তাই...