Thursday, 14 November 2024

এখন নতুন বয়ান সংস্কার : আমীর খসরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমান বয়ান দিয়ে কিছুদিন স্বৈরাচারী রাষ্ট্র চালিয়েছেন। পরবর্তীতে হুসেইন মুহম্মদ এরশাদ আরেক বয়ান দিয়েছেন। আর দেশে এখন নতুন করে ‘সংস্কারের বয়ান’ চলছে ।

শনিবার (৯ নভেম্বর) ঐতিহাসিক ‘সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে শোভাযাত্রায় অংশ নেওয়ার আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে কখন নির্বাচন হবে তা এ বয়ানের মধ্যে নেই। বাংলাদেশের জনগণ কবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে সেই বয়ান নেই। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়ে একটি গণতান্ত্রিক দেশ হবে সেই বয়ান নেই। বয়ান হচ্ছে, সংস্কারের বয়ান।’

বিএনপির আগে সংস্কার কি ‘আপনারা’ দিয়েছেন প্রশ্ন করে খসরু বলেন, ‘৬ বছর আগে বেগম খালেদা জিয়া সংস্কারের কথা বলেছিলেন। আমরা জনগণের কথা বুঝেছি বলে আমরা দিয়েছি। এক বছর আগে তারেক রহমানের নেতৃত্ব আমরা সবাই একটি নতুন সংস্কারের প্রস্তাব দিয়েছি। ওই সংস্কারে সবকিছু আছে। কিছু বাকি নেই। আপনারা যা বলেছেন, তাও আছে; তার বাইরে আছে। সংস্কারে আপনাদের চেয়ে আরো বেশি আছে।

জনগণের সমর্থন ছাড়া কিছু টিকে থাকে না উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘শেখ মুজিবুর রহমান বয়ান দিয়ে কিছুদিন ষ্বৈরাচারী রাষ্ট্র চালিয়েছে। ওই বয়ানে ছিল, বাংলাদেশকে এখন এক… না করলে দেশটা চলবে না, থাকবে না। এই বয়ান দিয়ে শেখ মুজিবুর রহমান দেশ চালিয়েছিল। সেটা থাকে নাই। জনগণের সমর্থন ছাড়া কিছু টিকে থাকে না। পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদ আরেক বয়ান দিয়েছে। তবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাকে আমরা পরাজিত করে পাঠিয়ে দিয়েছি’।

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

যে সংস্কারে ঐক্যমত হবে না সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে তারা সিদ্ধান্ত নিবে, সরকার সিদ্ধান্ত নিবে। এর বাইরে অনির্বাচিত কারো কোনো অধিকার নেই। জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যতটুকু হবে সহসা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতি তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। তাদের নির্বাচিত সরকার দেখতে চায়। এ কারণেই ঐক্য ঘটানো হয়েছে।’

আওয়ামী লীগ উঁকিঝুঁকি মারছে, ফ্যাসিস্টরা উঁকিঝুঁকি মারছে, এই ঐক্য ভাঙা যাবে না— উল্লেখ করে খসরু আরো বলেন, এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদের আমরা সমর্থন দিব, তাদের আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব। আমরা এ সরকারকে যখন আসা মাত্রই সমর্থন দিয়েছি, এ সরকারকে আমরা এখনো সমর্থন দিচ্ছি। আমরা চাই এ সরকার গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনবে। তার জন্য আমরা সকলে মিলে কাজ করবো। আমাদের ঐক্য নষ্ট করা যাবে না। তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন তা অটুট থাকতে হবে। ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে, নির্বাচিত সরকারের দিকে যেতে হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’

শেখ হাসিনার পতনের গল্পের শেষ নেই মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সমস্ত দেশ ঐক্যবদ্ধ হওয়ার কারণে শেষ ধাক্কা যখন দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে। যদি পটভূমি, সেই অবস্থা সৃষ্টি না হতো তাহলে শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে সরানোর সুযোগ ছিল না। এখন অনেক গল্প শুনছি, শেখ হাসিনার পতনের গল্পের শেষ নেই। প্রত্যেকদিন নতুন নতুন গল্প শুনছি। ওরা নাকি এটা করেছে, সেটা করেছে।’

‘১৫ বছর যখন আমরা রাস্তায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, গুম-হত্যার শিকার হয়েছি, জেলে গিয়েছি বারবার; তখন তো তোমাদের এসব গল্প দেখিনি। তোমাদের ছিল কেউ, আমাদের সঙ্গে তো তখন কেউ আসেনি।— মন্তব্য করেন আমীর খসরু।

সব হিসাব করলে অসুবিধা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেই আন্দোলনকে নিজেদের জীবনের বিনিময়ে আমাদের নেতাকর্মীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে, চাকরি হারাতে হয়েছে, ব্যবসা হারাতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তোমরা কয়জন? সব হিসাব করলে কিন্তু অসুবিধা আছে! আমরা কিন্তু হিসাব করতে চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম, সবাই মিলে শেখ হাসিনাকে বিদায় করে দিতে। দেশ একটা গণতন্ত্রের অবস্থা ফিরিয়ে আনুক। গণতন্ত্রের মাধ্যমে দেশবাসী তাদের ভোটে যাদের প্রতিনিধি নির্বাচন করবে, সংসদে যাবে, সরকারে যাবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জবাবদিহিতাহীন কোনো সরকার বাংলাদেশের কল্যাণ করতে পারবে না।’

আমীর খসরু মাহমুদ বলেন, ‘জনপ্রতিনিধিত্বহীন কোনো সরকার জনগণের কথা বুঝবে না, জনগণের কষ্ট বুঝবে না। কারণ বুঝতে হলে জনগণের কাছ যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের দুঃখ-দুর্দশা বুঝতে হবে। বিদ্যুতের বিল দিতে পারছে না, সেটা বুঝতে হবে; দুবেলা খেতে পারছে না সেটা বুঝতে হবে।’

সর্বশেষ

জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা...

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে

স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান...

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও...

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট...

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে ১৫ বছরের মধ্যে বিএনপির বড় শোডাউন

৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের...

আরও পড়ুন

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম...

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।বুধবার সকালে রাজধানীর গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টি...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার...

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে ১৫ বছরের মধ্যে বিএনপির বড় শোডাউন

৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয়। এই আন্দোলন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সুদীর্ঘ...