অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের অল্প কিছু জায়গায় সংস্কার বাকী রয়েছে। এগুলো শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে চাকুরীর বড়ই অভাব। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পদ নেই।সেখানে অন্য ধর্মের শিক্ষকরা ধর্মীয় বই পড়াচ্ছেন। তিনি আরো বলেন, ‘আমি শিক্ষা উপদেষ্টার কথা বলেছি যাতে প্রাথমিকের ধর্মীয় শিক্ষক পদে আলীয়ার মতো কওমী অঙ্গনের ছাত্ররাও যেন এ পেশায় আসতে পারে।
হেফাজত ইসলামের আমীর ও বাবুনগর মাদ্রাসার মোহতামিম মুহিবুল্লাহ বাবুনগরীর মভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় হেফাহতে ইমলামের জেলা উপজেলা শাখার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।