Friday, 1 November 2024

চট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী তালুকতারকে চকরিয়া থেকে উদ্ধার

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট চাঁন মিয়া সড়ক থেকে অপহৃত ব্যবসায়ি মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) কে অপহরণের ৬ দিন পর

কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৩টা থেকে পাঁচলাইশ থানা পুলিশ চকরিয়া উপজেলার কাকারা পাইথন পাহাড়ে ৬ ঘন্টার অভিযান চালিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। অপহৃত ব্যবসায়ি মো. ছৈয়দুল আলম তালুকদারের স্থায়ী ঠিকানা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মহতী পাড়া। বর্তমানে নগরীর পাঁচলাইশ শরীফ বিল্ডিং-এ বসবাস করতেন।

মামলার এজাহার ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে ব্যবসায়ি ছৈয়দুল আলম কে তাঁর মুঠোফোনে সেলিম নামে এক ব্যক্তি ফোন করে ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা দেওয়ার কথা বলে পাঁচলাইশ এলাকার নিজ বাসা থেকে নীচে ডেকে নিয়ে যান। তার কিছুক্ষণ পরেও তিনি বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে ফোন বন্ধ পান।

পরে বহু খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। পরদিন দুপুর ১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ব্যবসায়ির স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। এমন কি অপহরণকারীরা অপহৃত ব্যবসায়ির মোবাইল নম্বরটিতে নগদ একাউন্ট খুলে তাতে মুক্তিপণের টাকা দিতে বলেন। পরে কৌশলে ১০ হাজার টাকাও পাঠান।

পুলিশ বাসার সামনে থাকা একটি সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, ঘটনার দিন ১টা ৪৫ মিনিটের সময় নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট এলাকার সিটি কর্পোরেশনের কাঁচা বাজার সংলগ্ন রাস্তা থেকে একটি মোটর সাইকেলে আসা দুই ব্যক্তি অপহৃতকে মাঝখানে বসিয়ে তুলে নিয়ে যান।

এ ঘটনাটি জেনে ভিকটিমের ছেলে মহিম উদ্দিন তালুকদার (৩০) গত ২৭ অক্টোবর রাতে চান্দগাঁও বরিশাল কলোনির মো. সেলিম (৪০) কে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। সেলিমের নিজ বাড়িও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামের মহতী পাড়ায়।

এ ঘটনার ৬ দিন পর পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ছৈয়দ আবদুল্লাহ ও চৌকস টিম বিশেষ প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের চকরিয়া কাকারা পাইথন পাহাড়ে (গত রাতে) দীর্ঘ ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে অপহৃত ব্যবসায়িকে নিরাপদে উদ্ধার করেন।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি শোনে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তারপর আমরা মামলা নিয়েছি। পরে চকরিয়ার পাহাড়ে ৬ ঘন্টার অভিযান শেষে অপহৃতকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। বর্তমানে ব্যবসায়ি ব্যক্তি চমেকে চিকিৎসাধীন রয়েছেন।’

সর্বশেষ

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন...

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের...

ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ (অনুসন্ধান) কমিটি করা হয়েছে।...

পরীক্ষা শেষে ফেরা হলো না ফাহিমের 

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে  তিন দিন...

অক্টোবরেই ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু...

আরও পড়ুন

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল।স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও...

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং তাদের দোসরমুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে নেতারা। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা...

ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ (অনুসন্ধান) কমিটি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ...