নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে নারী সাফে শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করে বাংলাদেশকে শিরোপা এনে দেন মনিকা চাকমা।
সাফের গত আসরে এই নেপালকে নেপালের মাঠে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য সমতায়। ম্যাচে নেপাল বাংলাদেশ দু’দলই সুযোগ পেয়েছে। দুই দলেরই একটি করে শট ঠেকিয়ে দিয়েছে পোস্ট। তাতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক নেপালের ফাইনালের প্রথমার্ধ শেষ হয়ে গোলশূন্য সমতায়।