খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়িতে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে শান্তি রঞ্জন পাড়া এলাকায় সশস্ত্র একটিদল ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিন কর্মী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ রওনা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।