Wednesday, 18 September 2024

ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে একটি মহল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের বয়স খুবই কম। সরকারকে সময় দিতে হবে। সময় দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে একটি মহল। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দেবেন।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সেখান থেকে সবাই বিরত থাকবেন। যদি দেখেন কেউ চাঁদাবাজি বা দখল করছে সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। বর্তমান সরকার জনগণের দাবি অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন– কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

একইদিন বিকালে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও পালায়নি। তারা ষড়যন্ত্র করছে, আমাদের সতর্ক থাকতে হবে।’

এই বিএনপি নেতা বলেন, ‘বর্তমানে আমরা একটা মুক্ত বাংলাদেশে আছি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়েছে। রয়ে গেছে তাদের প্রেতাত্মারা। আমাদের ঐক্যকে শক্ত করে ধরতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকার যাতে পুনরায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে।’

সর্বশেষ

বাতিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল প্রকল্প

বিগত সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

জনবান্ধব পরিবেশ তৈরিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন,...

সেন্সরবোর্ড পুনর্গঠন করে সার্টিফিকেশন বোর্ড হবে: তথ্য উপদেষ্টা

সেন্সরবোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন...

পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত 

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আপাতত...

নিজ সক্ষমতার পরও এলএনজি আমদানির নীতি ভুল: পরিকল্পনা উপদেষ্টা

দেশে গ্যাসের সম্ভাবনা থাকার পরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...

সাবেক ৩ সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলা

অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান...

আরও পড়ুন

পাহাড় কেটে দেয়াল তৈরির অপরাধে একজনকে জরিমানা 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রূপনগর আবাসিক এলাকায় কালীর ছড়া সংলগ্ন পাহাড় কাটার সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট অভিযান...

অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক...

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি: উপদেষ্টা ফারুক-ই-আজম

সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।মঙ্গলবার...

রাষ্ট্রের ‘সংস্কার’ চালু হলেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছে যাবে: সারজিস আলম

সরকার পতনের আন্দোলনে প্রাণহানির ঘটনায় যেসব মামলা হচ্ছে, তাকে ‘খেলা’ অভিহিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, টাকা না দিলে আসামি...