২৩ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থাকলেও রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেট ম্যাচের ভাগ্য নিয়ে খুব বেশি আশা জাগাচ্ছিল না। কিন্তু বাংলাদেশের বোলাররা প্রায় অসম্ভব এক কাজ করতে বসেছেন। প্রথম সেশনেই পাকিস্তানের ৫ উইকেট ফেলে দিয়েছেন সাকিব-মিরাজরা।
১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো পিছিয়ে আছে ৯ রানে।
দিনের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের বলে ফিরে গেছেন শান মাসুদ। নেমেই ক্যাচ দিয়েছিলেন বাবর আজম, কিন্তু সে ক্যাচ ফেলে দেন লিটন দাস। জীবন পেয়ে ২২ রান যোগ করেন বাবর। নাহিদ রানার ফুল লেংথ ড্রাইভ করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন বাবর। ৬৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।
পরের ওভারে সাকিবের বল এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পড হন সৌদ শাকিল।
এরপর মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিক একটু আগ্রাসী হয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন।
কিন্তু ৩৭ রান এর জুটিটা ভাঙে শফিকের বাজে এক শটে। সাকিবের বলে তাঁর (৩৭) বিদায়ে ১০৪ রানে পঞ্চম উইকেটের পতন। আর মাত্র নামা আগা সালমান মিরাজের সোজা বল খেলতে পারেননি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন সাদমান।