ADVERTISEMENT

স্নান পোশাকে সমুদ্রতটে ঝড় তুললেন পাওলি

0
শেয়ার
9
দেখেছে
ADVERTISEMENT

টালিউডের অন্যতম সফল অভিনেত্রী পাওলি দাম। সাহসী চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনার জন্ম দেন। খোলামেলা বা ঘনিষ্ঠ দৃশ্যে একদম সাবলীল পাওলি।

বিভিন্ন রূপে বার বার তাক লাগাতে ভালোবাসেন তিনি। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে ঝড় তুললেন হেইট স্টোরি খ্যাত অভিনেত্রী।

চেনা ছকের বাইরে গেলেন পাওলি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন লাল স্নান পোশাকে সুদূর কানের সমুদ্রতটে সময় কাটানোর ছবি।

ADVERTISEMENT

সেখানে দেখা যাচ্ছে, বালির ওপরে লাল রঙের কাপড় বিছিয়ে টানটান হয়ে শুয়ে পুরো শরীরে রোদের উষ্ণতা মেখে নিচ্ছেন তিনি। পুরোনো সেই ছবি, এখন যা শুধুই স্মৃতি, নেটমাধ্যমের দেয়ালে তুলে আনলেন।

ছবির ক্যাপশনে পাওলি লিখলেন, ‘এক দশক আগের কোনও এক একলা সকাল।’ এই বাক্যের সঙ্গেই জুড়ে দিলেন ‘কানসমেমোরিজ’।

বলে রাখা ভালো, স্নান পোশাক এবং পাওলির এই রসায়ন ভক্তদের কাছে একদমই নতুন। পোস্টের মন্তব্য বাক্সে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

ADVERTISEMENT

জানা গেছে, ‘৩ কোর্স মিল’ অ্যান্থোলজির ‘বিরিয়ানি’ ছবিতে অভিনয় করবেন পাওলি। এটি পরিচালনা করবেন অর্জুন দত্ত।

আরো নিউজ

পরের সংবাদ

আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন, আপনার মতামত আমাদের পথ চলার পাথেয়

সর্বশেষ সংবাদ

আর্কাইভ