আজ শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ইং
শিরোনাম
সিনিয়র রিপোর্টার । | ১১:৪৯ পিএম, ২০২১-০৪-০৭
চট্টগ্রামে ৫০ হাজার ডোজ নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফা টিকাদান কার্যক্রম। গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ চট্টগ্রামের টিকার প্রথম ডোজের উদ্বোধনী দিনে যারা টিকা নিয়েছেন তারা শুক্রবার থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
করোনার দ্বিতীয় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে মাত্র ৫০ হাজার ১৩০ ডোজ টিকার মজুতের মধ্যদিয়ে। তবে আগামী ৯ এপ্রিল চট্টগ্রামে আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আজ চট্টগ্রামে আসবে বলে জানান, চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
আজকের দ্বিতীয় ডোজ টিকাদানের লক্ষ্যমাত্র ২ হাজার ৭৭০জন। এরমধ্যে শহরে ১ হাজার এবং উপজেলায় ১ হাজার ৭৭০জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি টিকাদানের লক্ষ্যমাত্রা দেখা যাচ্ছে আনোয়ারায় ৪শ’ জন।
গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম করোনার টিকা গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমবারের মতো আজও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে দ্বিতীয় টিকা গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে এ কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে প্রথম দফায় চট্টগ্রামে ৩ লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছিল। এরপর নতুন করে আরও ৯০ হাজার ডোজ টিকা আসে চট্টগ্রামে। এরমধ্যে গতকাল পর্যন্ত চট্টগ্রামে ৪ লাখ ৩৩ হাজার ৯৬৫ জন টিকা গ্রহণ করেছেন।
এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৪১ হাজার ৭৯৭ ডোজ টিকা দেওয়া হয়। অবশিষ্ট ১ লাখ ৯২ হাজার ১৬৮ ডোজ টিকা ১৪ উপজেলায় দেওয়া হয়। প্রথম ডোজে ২ লাখ ৬২ হাজার ৯১৬জন পুরুষ এবং ১ লাখ ৭১ হাজার ৪৯ জন মহিলা টিকা গ্রহণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসাপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, বিআইডিআইটিএ, নৌবাহিনী হাসাপাতাল ও বিমান বাহিনী হাসপাতালসহ ৬টি মেডিকেলে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভূক্ত ১০টি কেন্দ্রে এবং ১৪ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী জানান, করোনার দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। কেউ সেটি না পেলে প্রথম ডোজ দেওয়ার কার্ড নিয়ে প্রথম ডোজের তারিখের আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর কেন্দ্রে আসলে তাকে টিকা দেয়া হবে।
চট্টগ্রাম নিউজ ডটকম । : করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩৬২৯ জন। শুক্রবার...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২ হাজার দুইশত ৪২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৯৮ জনের পজিটিভ...বিস্তারিত
চট্টগ্রাম নিউজ ডটকম । : দেশে গত একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় বিভিন্ন বুথে বেড়েছে করোনা পরীক্ষার জন্য...বিস্তারিত
বিশেষ প্রতিনিধি। : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক। : চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৭৬৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৭৮ জনের পজিটিভ (নতুন) এসেছে।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited