আজ বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ইং
শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক। | ১০:২১ পিএম, ২০২১-০৪-০২
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবডিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাগতিকরা দু’টি লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রথমার্ধে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেখান থেকে দুর্দান্ত ভাবে এগিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। সেই সঙ্গে দু’টি লোনাও সংগ্রহ করে ব্যবধান বাড়ায় কেনিয়ার সঙ্গে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের আরদুজ্জামান মুন্সি।
টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন স্বাগতিক দলের তুহিন তরফদার। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলংকা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরাই চ্যাম্পিয়ন। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিল টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।’
ভারতীয় কোচ সাজুরাম গয়াত বলেন, ‘সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশাকরি ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে।’
ক্রীড়া প্রতিবেদক। : নার্ভাস নাইন্টিতে মোটেও বিচলিত ছিলেন না তামিম ইকবাল। সকাল থেকে যেভাবে ব্যাটিং করছিলেন, ঠিক...বিস্তারিত
ক্রীড়া প্রতিবেদক। : লিওনেল মেসি ভক্তদের জন্য সুখবর। এক মৌসুম বঞ্চিত থাকার পর অবশেষে শিরোপা তুললো বার্সেলোনা।...বিস্তারিত
ক্রীড়া প্রতিবেদক। : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রাজস্থান রয়্যালস।...বিস্তারিত
ক্রীড়া প্রতিবেদক। : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বার প্রান্তে এসে হারতে হলো রান তাড়া...বিস্তারিত
ক্রীড়া প্রতিবেদক। : মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রায় নিশ্চিত জয়ের ম্যাচে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে...বিস্তারিত
ক্রীড়া প্রতিবেদক। : লা লিগার এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ এ জয় তুলে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited