আজ বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ইং
শিরোনাম
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি। | ১২:২৯ এএম, ২০২১-০৩-০৮
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছে আনোয়ারা থানা পুলিশ।
রোববার (৭ মার্চ) বিকেলে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) নিষ্কৃতি চাকমা।
আনোয়ারা থানা সেকেন্ড অফিসার এএসআই বিকাশ রুদ্র সন্ঞালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নান।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও আনোয়ারা থানা পুলিশের সকল সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই মহান ৭ই মার্চের ভিডিও ভাষণ প্রদর্শন ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সাথে গণভবন থেকে লাইভে সরাসরি ৭ই মার্চের অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন মোঃ সাইফুল ইসলাম চৌধুরী। ত্রিপিটক পাঠ করেন রানা দাশ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এছাড়াও উপস্থিত সকলের হাতে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের লেখা (যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত) "বাংলাদেশ এশিয়ার বিস্ময়কর ডিজিটাল লিডার" প্রবন্ধটি ভাষান্তরিত বাংলায় প্রচারপত্রটি বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত মাসের ২৬ তারিখে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিতে দেশব্যাপী হাইওয়ে থানাসহ ৬৬০টি থানায় একযোগে, একই সময়ে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ।
১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রায় ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু ইতিহাসের পুরো ক্যানভাস তুলে ধরেন। জনতাকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
এদিকে ২০১৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেছেন।
নিজস্ব প্রতিবেদক। : ১৯৭১ সালের ২৩ এপ্রিল পটিয়া সদরের নিকটবর্তী বাহুলী গ্রামের হিন্দু অধ্যুষিত মিত্র পাড়া ও...বিস্তারিত
জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি। : বাঁশখালীর গন্ডাামারায় গত শনিবার সংঘটিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সংঘর্ষের ঘটনায় আজ বুধবার...বিস্তারিত
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি। : আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর রুপন আচার্য্য (৩৫) হত্যার মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী রুবেল...বিস্তারিত
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি। : অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন ও প্রক্রিয়াজাত করার অভিযোগে একটি কারখানা বন্ধ করে উপজেলা...বিস্তারিত
সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি। : মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষকের চিকিৎসার্থে এগিয়ে এসেছেন উপজেলা শিক্ষা অফিস ও...বিস্তারিত
মো. জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি। : চট্টগ্রামের বোয়ালখালীতে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ইছমত আলী (৫৫) নামের এক ব্যক্তির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited